ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ 

২০২২ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য ভারত সফর করে। আপনারা যারা ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী, তারা আমাদের এই পোস্টের মাধ্যমে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের সকল তথ্য জানতে পারবেন।   

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বর্তমানের চারটি টেস্ট ম্যাচ, তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ০৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ভারত সফর করেন। টেস্টগুলো ২০২১ – ২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর অংশ হিসেবে খেলা হয়। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ভারত সফরে এসে টি-টোয়েন্টি সিরিজে ২- ১ এ এবং টেস্ট সিরিজে ২ -১ এ পরাজয় লাভ করে। আগামী ১৭ই মার্চ ১ম ওডিআই ম্যাচ দিয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সুচনা হবে।  

 ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। 

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ

২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে ২২ মার্চ ২০২৩ সাল পর্যন্ত ১০ ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া ভারত সফর করছে। এই পূর্ণাঙ্গ সিরিজে মোট চারটি টেস্ট ম্যাচ, তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ০৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া নিজের দেশের মাটিতে ভারত জাতীয় টিমকে নাকানি-চুবানি দিলেও এবার ভারত সফরে এসে বেশ বিপাকে পড়েছে। ভারত নিজের দেশের মাটিতে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পরাজয় বরণ করেছে। আগামী ১৭ – ২২ মার্চ তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি লড়াই করবে। 

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের সময়সুচি

ভারত অস্ট্রেলিয়া এই সিরিজের মধ্য দিয়ে ক্রিকেট সম্পর্কে প্রায় ৭৫ বছর পূর্ণ হল। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমেদাবাদের ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের ভারতের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাঠে এসে খেলোয়াড়দেরকে সংবর্ধনা জানায়। অস্ট্রেলিয়া ভারতের ক্রিকেট ম্যাচে কেউ কাউকে ছাড় দেয়নি। প্রতি বছর ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করা হয়। 

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ 

ম্যাচ তারিখ ভেনুফলাফল 
১ম টি-টোয়েন্টি২০.০৯.২২ সাল মোহালি অস্ট্রেলিয়া জয়ী 
২য় টি-টোয়েন্টি২৩.০৯.২২ সাল জামঠা ভারত জয়ী 
৩য় টি-টোয়েন্টি২৫.০৯.২২ সাল হায়দারাবাদ ভারত জয়ী  

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ 

              ম্যাচ           তারিখ           ভেনু  ফলাফল 
          ১ম টেস্ট ০৯ – ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সাল           জামঠা   ভারত জয়ী 
          ২য় টেস্ট ১৭ – ২১ ফেব্রুয়ারি ২০২৩ সাল           দিল্লি   ভারত জয়ী 
          ৩য় টেস্ট ০১ – ০৫ মার্চ ২০২৩ সাল           ইন্দোর  অস্ট্রেলিয়া জয়ী  
        ৪র্থ টেস্ট ০৯ – ১৩ মার্চ ২০২৩ সাল         আহমেদাবাদ          ড্র 

ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ম্যাচ 

ম্যাচ তারিখ ভেনুসময় 
১ম ওডিআই১৭.০৩.২৩ সাল মুম্বাইদুপুর ০২.০০ টা 
২য় ওডিআই১৯.০৩.২৩ সাল বিশাখাপত্তনমদুপুর ০২.০০ টা 
৩য় ওডিআই২২.০৩.২৩ সাল  চেন্নাইদুপুর ০২.০০ টা 

ভারত বনাম অস্ট্রেলিয়া স্কোয়াড 

অস্ট্রেলিয়া ও ভারত ক্রিকেটের দুনিয়ার এক অনন্য শক্তির নাম। প্রতিবছর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্টের ম্যাচ ছাড়াও বিভিন্ন সিরিজের আয়োজন করা হয়। এই সিরিজে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া সফর করছে। তাই অস্ট্রেলিয়া ভারতের পিস কন্ডিশন অনুযায়ী প্রত্যেকটি ম্যাচের জন্য স্কোয়াড তৈরি করছে। 

ভারত টি-টোয়েন্টি স্কোয়াড 

ভারত বর্তমান সময়ে টি-টোয়েন্টি রেংকিং এক নম্বর পজিশনে রয়েছে। ভারতের নিজের দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সাথে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কারণে দারুন স্কোয়াড তৈরি করেছেন। রোহিত শর্মা (অধি), লোকেশ রাহুল (সহ-অধি), অক্ষর প্যাটেল, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, দিনেশ কার্তিক (উই.), দীপক চাহার, দীপক হুডা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব, হর্ষল প্যাটেল, হার্দিক পান্ডিয়া। 

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। তারা হলেন, অ্যারন ফিঞ্চ (অধি.), প্যাট কামিনস (সহ-অধি.), অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগার, কেন রিচার্ডসন, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজলউড, জশুয়া ইংলিস (উই.), টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, নাথান এলিস, ম্যাথু ওয়েড (উই.), শন অ্যাবট, স্টিভেন স্মিথ। 

ভারত টেস্ট স্কোয়াড 

রোহিত শর্মা (অধি.),লোকেশ রাহুল (সহ-অধি.), অক্ষর প্যাটেল, ইশান কিশন (উই.), উমেশ যাদব, কুলদীপ যাদব, কোনা শ্রীকর ভরত (উই.), চেতেশ্বর পুজারা, জয়দেব উনাদকট, বিরাট কোহলি, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব। 

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড 

প্যাট কামিনস (অধি.), স্টিভেন স্মিথ (সহ-অধি.),অ্যালেক্স ক্যারি (উই.), অ্যাশটন অ্যাগার, উসমান খাওয়াজা, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, টড মার্ফি, ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, নাথান লায়ন, পিটার হ্যান্ডসকম্ব (উই.), মার্নাস লাবাসকাখনি, মিচেল সোয়েপসন, মিচেল স্টার্ক, ম্যাট রেনশ, ম্যাথিউ কুনেমান, ল্যান্স মরিস, স্কট বোল্যান্ড। 

ভারত ওডিআই স্কোয়াড 

রোহিত শর্মা (অধি.), হার্দিক পান্ডিয়া (সহ-অধি.), অক্ষর প্যাটেল, ইশান কিশন (উই.), উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জয়দেব উনাদকট, বিরাট কোহলি, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল (উই.), শার্দুল ঠাকুর, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, 

সূর্যকুমার যাদব। 

অস্ট্রেলিয়া ওডিআই স্কোয়াড 

প্যাট কামিনস (অধি.), অ্যাডাম জাম্পা, অ্যালেক্স ক্যারি (উই.), অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, জশুয়া ইংলিস, ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টইনিস, মার্নাস লাবাসকাখনি, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, শন অ্যাবট, স্টিভেন স্মিথ। 

ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ 

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রত্যেকটি  ম্যাচ ভারতের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল গুলো সরাসরি সম্প্রচার করে থাকে। তাছাড়া আপনি আপনার মোবাইল এর মাধ্যমে খুব সহজে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ লাইভ দেখতে পারবেন। ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ দেখতে ক্লিক করুন tsportslive.net 

Leave a Comment